‘সিঙ্গাপুরে বাঙালিদের কাজটি দেখে মুগ্ধ হয়েছি’

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০২:১৯ এএম, ০৯ জুলাই ২০১৯

সিঙ্গাপুরের বুগিজ শহরে নর্থ ব্রিজ সেন্টারের সিটিবুক রুমে এখন থেকে বিভিন্ন ভাষাভাষী বইয়ের পাশাপাশি পাওয়া যাবে বাংলা ভাষার বই। ৭ জুলাই রোববার বিকেলে বাঙালি সাহিত্যপ্রেমীরা কেক কেটে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

বেলাল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিটিবুক রুম বইবিতানের কর্ণধার ওয়ান চিং। তিনি জানান ‘বিভিন্ন ভাষাভাষী বইয়ের পাশাপাশি এখানে বাংলা ভাষার বই বিক্রি হচ্ছে, এটি একটি চমৎকার কাজ হতে যাচ্ছে এবং আমি সত্যিই খুব আনন্দিত।’

অনুষ্ঠানের আয়োজক জাকির হোসেন খোকন বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহজলভ্যতা ও বাংলা ভাষার বই পাওয়ার দুষ্প্রাপ্যতার জন্য প্রবাসী বাঙালিদের পাঠাভ্যাস হারিয়ে যাচ্ছে। শুধু বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই কাজটি করা।’

southeast

আবুল হোসেন, আল মাহমুদ, রুদ্র গোস্বামী, রফিক আজাদের কবিতা পড়েন মহিউদ্দিন বিকাশ নাথ, মিনহাজ, রিপন চৌধুরী, সাইফ তমাল, নুরুল আলম, নিজামুল ও মনির আহমদ।

বিশেষ অতিথি ইতালির নাগরিক, ভাষা গভেষক কেরোলা লোরিয়া বলেন, ‘সিঙ্গাপুরে তোমাদের এই কাজটি দেখে আমি মুগ্ধ হয়েছি, আমিও বেশকিছু বাংলা বই ইতালিয়ান ভাষায় প্রকাশ করেছি, তোমাদের এই কাজ দীর্ঘদিন বেঁচে থাকুক।’

এরপরে তিনি জীবনানন্দের ঘাস কবিতাটি বাংলায় ও ইতালিয়ান ভাষায় পড়ে শোনান। আয়োজকরা জানান, এই বিতান থেকে এখন যে কোনো বাংলা ভাষার বই অর্ডার করা যাবে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মোহর খান ও সুমন।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]