কুয়েতে আ.লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাদেক রিপন
সাদেক রিপন সাদেক রিপন , কুয়েত প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০২ এএম, ০১ জুলাই ২০১৯

কুয়েতের সিটি টাওয়ার হোটেলের সিলভার বল রুমে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনাসভার আয়োজন করা হয়।

এতে সংগঠনের সভাপতি হোসাইন আহমদ আজিজের সভাপতিত্বে এবং শ ম জাহাঙ্গীর কাদেরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ডাক্তার এস এম মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন চৌধুরী, আনিসুল হক মিলন, তহিদুল আলম লিয়াকত, শেখ তাজুদ্দিন ও মাহাবুবুল আলম, রাশেদ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- আবদুর রহমান, নজরুল ইসলাম শাহীন, মুছা চৌধুরী, শাহা আলম ভুট্টু, টিপু চৌধুরী, আমিনুল ইসলাম আমিন, জাবেদুল আলম, শাহা আলম ভুট্টু, শওকত হোসেন রাজু, হাসান হাজারী, তাজুল ইসলাম। প্রধান অতিথিসহ বক্তারা আওয়ামী লীগের ইতিহাস তুলে ধরে ভবিষ্যতে ঐক্যবদ্ধ হয়ে সকল নেতাকর্মীকে কাজ করার আহ্বান জানান। এ সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাজী মোহাম্মদ লোকমান। জাতীয় সংগীতের পর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭০ সেন্ট কেক কেটে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এমএসএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]