ভেনিসে ঈদ জামাত

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৫ পিএম, ০৬ জুন ২০১৯

 

ইতালির ভেনিসে উৎসাহ উদ্দীপনায় ঈদুল ফিতর উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। মেস্ত্রে ও মারঘেরায় ৫টি স্থানে সকাল ৭টা থেকে শুরু হয়ে একটানা বেলা ১১টা পর্যন্ত ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

প্রত্যেকটি স্থানেই ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের উপচেপড়া ভিড়। হোটেল অ্যামবাসাতরি, ভেনিস সেন্ট্রাল জামে মসজিদ, হোটেল কলম্ব, পুরাতন মসজিদ কমিটি মারঘেরা জামে মসজিদের আয়োজনে সান জুলিয়ানে খোলা মাঠে ঈদের জামাত আয়োজিত হয়।

southeast

দীর্ঘ একমাস সিয়াম সাধনার শেষে মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদের জামাতগুলোতে দলে দলে মুসল্লিদের আগমন স্থানীয় ইতালিয়ানসহ সবার নজর কাড়ে।

কর্মব্যস্ত দিন হলেও ঈদ জামাতে প্রবাসে বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নামাজ শেষে সবাই কোলাকুলি ও কুশল বিনিময় করেন। দেশের মতো নানা আয়োজন না থাকলেও ঘরে ঘরে আয়োজন আর ঘোরা ফেরার মধ্য দিয়েই যার যার মতো করে ঈদ উদযাপন করেছেন বাঙালিরা।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]