আমিরাতে মঙ্গলবার ঈদ

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি সংযুক্ত আরব আমিরাত
প্রকাশিত: ০১:১২ এএম, ০৪ জুন ২০১৯

সোমবার (৩ জুন) সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার (৪ জুন) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আমিরাতের চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আরও বিভিন্ন দেশে মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

ইতোমধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তানসহ আরও কয়েকটি দেশ ঘোষণা দিয়েছে যে, আগামী ৫ জুন (বুধবার) ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

ইন্দোনেশিয়া এক বিবৃতিতে বলছে, রমজান মাসের শেষ দিন মঙ্গলবার এবং পরদিন ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। আরবি ভাষার দৈনিক আল মোয়াতেন বলছে, ইন্দোনেশিয়ায় সোমবার চাঁদ দেখা যাবে না।

জাপান এবং মালয়েশিয়ার চাঁদ দেখা কমিটি আগামী বুধবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বলে এক ঘোষণায় জানিয়েছে।

ব্যাংককে নিযুক্ত আরব আমিরাতের দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসের শেষ দিন মঙ্গলবার। পরদিন বুধবার (৫ জুন) ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। পাকিস্তানও বলছে, আগামী বুধবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদ-উল-ফিতর ঘোষণাকারী দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়াও। দেশটির জাতীয় ইমাম কাউন্সিল বলছে, বুধবার অস্ট্রেলিয়ায় ঈদ-উল-ফিতর উদযাপন করা হবে।

এসআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]