জেদ্দায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

ক ম জামাল উদ্দীন ক ম জামাল উদ্দীন , সৌদি আরব
প্রকাশিত: ০৫:১৭ এএম, ১৮ এপ্রিল ২০১৯

সৌদি আরবের জেদ্দায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত হয়েছে। বুধবার সন্ধ্যায় জেদ্দার কনুস্যলেট প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মো. আমিনুল ইসলাম উপস্থিত প্রবাসীদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন।

j

এরপর বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শেষে ১৭ এপ্রিলের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র এবং মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘মেঘের পরে মেঘ’ প্রদর্শন করা হয়।

j

অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ফোরামের নেতৃবৃন্দ, পেশাজীবী, ব্যবসায়ী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষ্যে কনস্যুলেট ভবন আলোকসজ্জা করা হয়।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]