যুক্তরাষ্ট্রে কাগতিয়ার গাউছুল আজম (রাঃ)’র সালানা ওরছ

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৭ পিএম, ০৫ এপ্রিল ২০১৯

 

মুনিরীয়া যুব তবলীগ কমিটি, ৬৭ নম্বর মার্কিন যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে পবিত্র মি'রাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও সালানা ওরছে হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু উপলক্ষে ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নিউইয়র্ক নিউইয়র্ক অঙ্গরাজ্যের প্রাচীন শহর বাফেলোর নিজস্ব কমপ্লেক্সে সম্প্রতি এ মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী রেজাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি কানাডা শাখার সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ কায়কোবাদ।

বিশেষ অতিথি ছিলেন মওলানা মিনহাজ মাহমুদ, আলহাজ রায়হান উদ্দিন, মোহাম্মদ সেলিম। বক্তব্য দেন মওলানা আবদুর রব, প্রকৌশলী আরফাত রহমান প্রমুখ।

আবু সুফিয়ানের পরিচালনায়, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মওলানা সিরাজুম মুনির। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুহাম্মদ জানে আলম, নাতে রাসুল (দ:) পেশ করেন, মওলানা জামাল। গাউছুল আজম (রা:) এর স্মরণে পবিত্র কছিদা পেশ করেন, আবু সুফিয়ান, মোর্শেদে আজমের শানে পবিত্র কছিদা পেশ করেন মোহাম্মদ তৌহিদুল আলম।

উপস্থিত ছিলেন- ফারুখ হোসেন. মৌলানা হাসান শহীদ, সুমন উদ্দীন, মোহাম্মদ আলমগীর, জিকু, হাসান, মওলানা আবু মোহাম্মদ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা মহান গাউছুল আজম (রা:) এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
শেষে মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলীর হায়াতে আবেদী, বিমার শেফা ও দেশ, জাতি, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি এবং কাগতিয়ার গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]