বাংলাদেশি হাফেজ আলী হাসানের কাতার জয়

আনোয়ার হোসেন মামুন
আনোয়ার হোসেন মামুন আনোয়ার হোসেন মামুন , কাতার প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪০ এএম, ২১ মার্চ ২০১৯

কাতারে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আলী হাসান নামে বাংলাদেশি এক কিশোর হাফেজ তৃতীয় স্থান অধিকার করেছেন।

মঙ্গলবার (১৯ মার্চ) কাতারের রাজধানী দোহায় এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

আলী হাসান ঠাকুরগাঁওয়ের হাফেজ আকমল হোসেনের ছেলে। পূর্ণ কোরআন মুখস্থ ক্যাটাগরিতে তৃতীয় স্থান অধিকারী করেন তিনি।

অনুষ্ঠানে মিশরের শায়খ আহমদ আল মিশরী, কাতারের স্থানীয় উলামায়ে কেরাম ও সরকারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাফেজ আলী হাসানের শিক্ষক ও মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]