আমিরাত প্রেসক্লাবের ম্যাগাজিন ‘প্রদীপ্তি’ প্রতিমন্ত্রীকে প্রদান

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪০ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত দেশের প্রবাসী সংবাদকর্মীদের পেশাজীবী সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব, ইউএইর অভিষেক অনুষ্ঠানে উন্মোচিত হওয়া ৭২ পৃষ্ঠার ‘প্রদীপ্তি’ স্মারকগ্রন্থটি প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ এমপিকে প্রদান করা হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) একটি মতবিনিময় সভায় এ স্মারকগ্রন্থটি প্রতিমন্ত্রীকে প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান, দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসাইন খানসহ অন্যান্যরা।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সহ-সভাপতি রফিক উল্লাহ, সহ-অর্থ সম্পাদক সরওয়ার উদ্দিন রণি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জিত কুমার শীল, নির্বাহী সদস্য জিয়াউল হক জুমন, মোহাম্মদ জাহিদ হোসেন ও মোহাম্মদ সেলিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় আমিরাতে অবস্থিত দেশের প্রবাসী সংবাদকর্মীদের প্রশংসা করেছেন, প্রতিমন্ত্রী ইমরান আহমেদ।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]