দ. আফ্রিকায় গুলি করে বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে মহিনউদ্দিন মহিন (৪০) নামে বাংলাদেশি যুবককে হত্যা করা হয়েছে। বুধবার রাতে দক্ষিণ আফ্রিকায় তার নিজ দোকানে এ ঘটনা ঘটে।

নিহতের ভাই জানান, কিছুদিন আগে সন্ত্রাসীরা টাকা দিতে হুমকি-ধমকি দিয়ে আসছিল। বুধবার রাতে কয়েকজন সন্ত্রাসী দোকানে হামলা করে লুটপাট করতে গেলে দোকান মালিক মহিনউদ্দিন বাঁধা দিলে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে লাশ ফ্রিজে রেখে যায়।

সকালে দোকান বন্ধ দেখে পার্শ্ববর্তী ব্যবসায়ী ও লোকজন খোঁজাখুজি করতে গিয়ে দোকানের ভেতরে ফ্রিজের মধ্যে তার লাশ দেখতে পেয়ে মহিউদ্দিনের ভাই আনোয়ার হোসেনকে জানায়। আনোয়ার বাংলাদেশে ফোন করে পরিবারকে জানায়।

জানা গেছে, দাগনভূঞার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের চন্দ্রদ্বীপ গ্রামের রমিজ উদ্দিন মিয়ার বাড়ির তনু মিয়ার ছেলে মহিনউদ্দিন ৩ বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমায়। তনু মিয়ার ৪ ছেলে, ১ মেয়ের মধ্যে মহিন মেজো। মহিনের ৩ মেয়ে ও ১টি পুত্র সন্তান রয়েছে।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]