আমিরাতে প্রবাসী বন্ধুদের মেলবন্ধন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ০৬ জানুয়ারি ২০১৯

আমিরাতে বাংলাদেশি শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এই প্রথম ব্যতিক্রমী উদ্যোগের মধ্যদিয়ে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যে অধ্যয়নরত প্রবাসী নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের একই স্থানে আসার সুযোগ সৃষ্টি হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ‘আগামী প্রজন্মের করণীয় শীর্ষক’ মতবিনিময় সভা আয়োজিত হয় আল আইন প্রদেশের বিস্তৃত এলাকাজুড়ে। এমএমআই ফার্ম হাউসের কর্ণধার কমিউনিটি নেতা, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাজা মালিক ও মালিকের সময় উপযোগী পদক্ষেপে আয়োজিত হয়।

jagonews

এই ধরনের আয়োজনে উপস্থিত ছাত্র-ছাত্রীরা স্বাগত জানিয়ে বলেন, ‘আমাদের নতুন প্রজন্মের জন্য এই অনুষ্ঠান খুবই প্রয়োজনীয়। যেমনটা, এই আয়োজনের মধ্যদিয়ে আমরা একজন আরেকজনের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারবো। এ ছাড়া বিভিন্ন দেশের শিক্ষামূলক সুবিধা-অসুবিধা সম্পর্কে একজন অন্যজনকে ধারণা দিতে পারবো।’

তারা বলেন, ‘এই ধরনের উদ্যোগ আরো আগে নেয়া উচিত ছিল। তবে দেরিতে হলেও আজকে আমরা এতো সুন্দর একটা অনুষ্ঠান পেয়ে খুবই আনন্দিত। সেই সঙ্গে আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠান থেকে আমরা অনুরোধ জানাচ্ছি যে এই রকম আয়োজন যেন অব্যাহত রাখা হয়।’

jagonews

এই সময় বক্তব্য দেন আমেরিকার মিনিসোটা স্ট্রেট ইউনিভার্সিটি ম্যানকাটোর কলেজ অব সোশ্যাল অ্যান্ড বিহেভিওরাল সাইন্স-এর প্রফেসর ডক্টর খান এম, সালিহীন, ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান, আইটি ইঞ্জিনিয়ার মুরাদ মোরশেদ, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম, মোহাম্মদ ইমাম হোসেন পারভেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিরা।

বক্তারা বলেন, ‘প্রবাসী মেধাবি ছাত্র-ছাত্রীদের যদি আমরা দেশ গঠনে উপযুক্ত গাইডলাইন দিতে পারি তাহলে আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে অনেকটাই এগিয়ে যাবে। তাই মাসে না হলে অন্ততপক্ষে প্রতি বছর প্রবাসী ছাত্র-ছাত্রীদের মিলনমেলার আয়োজন করতে অনুরোধ জানানো হয়।

এমআরএম/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]