আমিরাতে বাংলাদেশ সমিতির বিজয় দিবস উদযাপন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সমিতির উদ্যোগে দেশের ৪৮তম বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (২১ ডিসেম্বর) সমিতির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল ছালামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরান। দিদারুল আলম, নাছির তালুকদার এ সময় বক্তব্য রাখেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সমিতি প্রবাসীদের জন্য কাজ করে যাচ্ছে। আগামীতে তাদের সেবার পরিধি বাড়ানোর জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি প্রবাসীদের স্থানীয় আইন মেনে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে এক একজন রাষ্ট্রদূতের ভূমিকা পালন করার গুরুত্বারোপ করে দেশটিতে চলমান সাধারণ ক্ষমার মেয়াদের মাঝে সকল অবৈধ প্রবাসীদের বৈধ দেশের ইমেজ বৃদ্ধিতে এগিয়ে আসারও আহ্বান জানান।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আগত অতিথিরা।

এমআরএম/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]