কুয়েত প্রবাসীদের ‘কবিতা সন্ধ্যা’

সাদেক রিপন
সাদেক রিপন সাদেক রিপন , কুয়েত প্রতিনিধি কুয়েত থেকে
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮

বিজয় দিবস উপলক্ষে কুয়েতে প্রবাসী কবিদের উদ্যোগে কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় দেশটির হাসাবিয়া হাইল্যান্ড রেস্টুরেন্টে প্রবাসী কবি ও সাহিত্যিকদের নিয়ে আয়োজিত হয়। কবিতা সন্ধ্যায় কবি ও গল্পকার এম এম মিঠুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কবি আব্দুর রহিম।

অনুষ্ঠানে আবৃত্তি করে প্রাণবন্ত করে তোলেন কবিরা। বরিশাল বিভাগীয় প্রবাসীকল্যাণ পরিষদের পক্ষ থেকে গুণীজন সম্মাননা সনদ প্রদান করেন প্রবাসী কবি ও সাংবাদিকদের। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় প্রবাসীকল্যাণ পরিষদের সভাপতি মো. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক প্রকৌশলী ফরিদ উদ্দিন আহমেদ।

মুক্তিযোদ্ধা মোরশেদ আলম বাদল, প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা মো. ইয়াকুব, কবি আব্দুল মালেক, আব্দুল কাইয়ুম, কবি বেলাল হোসেন, কবি সৈয়দ মো. মোজাহেদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। পরে দেশের সমৃদ্ধি, সব বীর মুক্তিযোদ্ধা ও শহীদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

এমআরএম/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]