অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে দুই ভারতীয়র মৃত্যু

মো. আবুল কালাম আজাদ
মো. আবুল কালাম আজাদ মো. আবুল কালাম আজাদ , অস্ট্রেলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮
ফটো দ্য টেলিগ্রাফ

অস্ট্রেলিয়ার কফস হারবারের উত্তরে সমুদ্রে ডুবে দুই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন। সোমবার সন্ধ্যায় তিন শিশুসহ ছয়জনের একটি দল কফস হারবারের মুওনে বিচে সাঁতার কাটতে যান। ওই সময় দু’জন সমুদ্রের বিচে হারিয়ে যান। পরে তাদের মধ্যে দু’জনকে মৃত উদ্ধার করা হয়।

এ ছাড়া ১৫ থেকে ১৭ বছর বয়সী দুই মেয়ে এবং ১৫ বছরের এ ছেলেকেও উদ্ধার করা হয়েছে। গত রাতেই পর্যবেক্ষণের জন্য শিশুদের কফস হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।

jagonews

জানা গেছে, ছয় ভারতীয় দেশটির পশ্চিম সিডনি থেকে কফস হারবারের উত্তরে সমুদ্র সৈকতে বেড়াতে এসেছিল। ঘুরতে এসেই তাদের এই দুর্ঘটনা। অস্ট্রেলিয়া সরকার নিখোঁজদের সন্ধানে একটি অনুসন্ধান অপারেশন চালু করে তাদের উদ্ধার করেছে। দলটি গতরাতে অনুসন্ধান স্থগিত করে আজ ভোর থেকে পুনরায় কাজ শুরু করেছে।

এ ঘটনায় অস্ট্রেলিয়ায় ভারতীয় কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এমআরএম/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]