রিয়াদে ‘সাইন ভিশনে’র বিজয় দিবস উদযাপন

আব্দুল হালিম নিহন
আব্দুল হালিম নিহন আব্দুল হালিম নিহন , সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮

সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ‘সাইন ভিশনে ’র উদ্যোগে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনায় প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসীরা এ দিবস উদযাপন করে।

প্রতিষ্ঠানটিতে ৩০ জন বাংলাদেশি কর্মরত রয়েছেন। বিদেশের মাটিতে প্রতিষ্ঠান হলেও দেশের জাতীয় দিবসগুলো উদযাপনে কখনো পিছিয়ে থাকেন না তারা। আর সেজন্যই ৪৮তম বিজয় দিবস উপলক্ষে লাল সবুজের পতাকা দিয়ে সাজানো হয়েছে প্রতিষ্ঠানের এপিট-ওপিট।

ঘড়ির কাটায় যখন ১২টা ১ মিনিট, ঠিক তখনই দিবসের কার্যক্রম সূচনা করা হয়। প্রতিষ্ঠানে কর্মরত সকলকে নিয়ে জাতীয় সঙ্গীত গেয়ে কেক কেটে উদযাপন করা হয় মহান বিজয় দিবস।

jagonews

এদিকে প্রতিষ্ঠানে পরিচালক আছিফ মাহমুদ আপেল আমন্ত্রণে উদযাপিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগীত শিল্পী ও সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের মার্কেটিং এক্সিকিউটিভ আব্দুল হালিম নিহন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান, গ্রিন বাংলা ক্রিকেট টিমের মার্কেটিং ম্যানেজার ফখরুল ইসলাম।

এমআরএম/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]