আমিরাতের স্বাধীনতা দিবস উদযাপন আবুধাবি যুবলীগের

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০০ এএম, ০৬ ডিসেম্বর ২০১৮

সংযুক্ত আরব আমিরাতের ৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে আবুধাবি যুবলীগ। রোববার স্থানীয় কর্নেশ পার্কে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুধাবি যুবলীগের সভাপতি বশির ভূঁইয়া। সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুধাবি সুমাইয়া গ্রুপের এমডি সিআইপি ফখরুল ইসলাম খান।

অন্যান্যের মাঝে বক্তব্য দেন- আবুধাবি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিন মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, আনিসুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। আগামীতে নৌকাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেত হবে।

তারা বলেন, আওয়ামী লীগ আগামীতে যাতে ক্ষমতায় আসতে না পেরে সে জন্য দেশ-বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]