নৌকায় ভোট চাইতে দেশে আসছেন কুয়েত প্রবাসীরা

সাদেক রিপন
সাদেক রিপন সাদেক রিপন , কুয়েত প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩১ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মতো বিদেশেও প্রবাসীদের মাঝে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। এরই অংশ হিসেবে নৌকার প্রার্থীদের জয়ী করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ, কুয়েত শাখার নেতাদের নেতৃত্বে একটি দল দেশে আসছেন।

এ উপলক্ষে সম্প্রতি ‘আমরা ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী নৌকা ভালবাসি; দেশ উন্নয়নে নৌকার বিকল্প নাই; চলোরে নৌকায় ভোট দিতে দেশে যাই’ শ্লোগানকে সামনে রেখে কুয়েতের ফরওয়ানিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম দিলীপের সভাপতিত্বে এবং মেহেদী হাসান নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মোশাহেদ হোসেন, মঈন উদ্দিন মইন, শফিকুল ইসলাম বাবুল, হাবিব মোস্তাফা, হাজী এলাহী তালুকদার, মোহাম্মদ আবু জাহের জাহিদ, নুর আলাম ও হেফজু মিয়া প্রমুখ।

তারা বলেন, দেশের উন্নয়নের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটি গ্রামকে আধুনিক করতে নৌকার বিকল্প নেই। এই উন্নয়ন অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। তারা দেশে নিজ পরিবার ও বন্ধু-বান্ধবদের নৌকায় ভোট দিতে উদ্বুদ্ধ করতে সবার প্রতি আহ্বান জানান।

এমএমজেড/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]