মঙ্গলবার মুদ্রার বিনিময় হার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৮

বাংলাদেশের এক কোটিরও বেশি মানুষ পাড়ি জমিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে। প্রবাসীদের পাঠানো অর্থে দেশের অর্থনীতির চাকা সবসময় সচল। প্রবাসে পাড়ি জমানো এই প্রবাসীদের লেনদেনের সুবিধার্থে মঙ্গলবারের মুদ্রার বিনিময় হার তুলে ধরা হলো।

(ইউএস ডলার) ক্রয় টাকা = ৮২.৯৫ বিক্রয় টাকা = ৮৩.৯৫

(পাউন্ড) ক্রয় টাকা = ১০৪.৪০ বিক্রয় টাকা = ১১০.২০

(ইউরো) ক্রয় টাকা = ৯৩.২৯ বিক্রয় টাকা = ৯৮.৯৬

(জাপানী ইয়েন) ক্রয় টাকা = ০.৭৩ বিক্রয় টাকা = ০.৭৮

(অস্ট্রেলিয়ান ডলার) ক্রয় টাকা = ৬১.১৩ বিক্রয় টাকা = ৬৩.৩৭

(হংকং ডলার) ক্রয় টাকা = ১০.৬২ বিক্রয় টাকা = ১০.৭৫

(সিঙ্গাপুর ডলার) ক্রয় টাকা = ৬০.৭৪ বিক্রয় টাকা = ৬২.৭৪

(কানাডিয়ান ডলার) ক্রয় টাকা = ৬২.৯১ বিক্রয় টাকা = ৬৩.৬৯

(ইন্ডিয়ান রুপি) ক্রয় টাকা = ১.১৫ বিক্রয় টাকা = ১.১৯

(সৌদি রিয়াল) ক্রয় টাকা = ২২.০৬ বিক্রয় টাকা = ২২.৩৮

(মালয়েশিয়ান রিঙ্গিত) ক্রয় টাকা = ১৯.৯০ বিক্রয় টাকা = ২০.১৯

উল্লেখ্য, হুন্ডি কিংবা অবৈধভাবে টাকা পাঠাবেন না। ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে কখনই প্রতারিত হবে না। বাংলাদেশের রেমিট্যান্স বাড়বে দেশের উপকার হবে। যেকোন সময় মুদ্রার বিনিময় মূল্য উঠা-নামা করতে পারে।

সূত্র: এনসিসি ব্যাংক লিঃ

এসআই/এমআরএম/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]