আমিরাতে থেমে থেমে বৃষ্টি

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৬ এএম, ২৬ নভেম্বর ২০১৮

সংযুক্ত আরব আমিরাতের দুবাই, উম্মুল কোয়াইন, আজমান, রাস আল খাইমাহ এবং আবুধাবির কিছু অংশসহ বিভিন্ন স্থানে হালকা বাতাসের সঙ্গে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দুবাই শহরে শক্তিশালী বাতাসসহ ভারী বৃষ্টিপাত হয়েছে।

রোববার এ রিপোর্ট লেখা পর্যন্ত আমিরাতের স্থানীয় সময় রাত সাড়ে ১১ টায়ও শক্তিশালী বাতাস বইছে। গাড়ি চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এনসিএমের সিনিয়র আবহাওয়াবিদ সুফিয়ান ফারাহা বলেন, এই অবস্থা আগামীকালও চলবে। তাপমাত্রায় একটি ‌উল্লেখযোগ্য হ্রাস' থাকবে, সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস। রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

জেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]