আবুধাবি দূতাবাসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৬ এএম, ২২ নভেম্বর ২০১৮

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ নভেম্বর) দূতাবাসের হল রুমে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন- আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান। এ সময় দূতাবাসের সকল কর্মকর্তা, জনতা ব্যাংক কর্মকর্তা, আবুধাবি বাংলাদেশ শেখ খলিফা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও বিমান বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত বলেন, আমিরাতে যে সকল অবৈধ প্রবাসী বৈধ হওয়ার জন্য আবেদন করে ছয় মাসের জব সিকার ভিসা নিয়েছেন তাদের দ্রুত কোনো কোম্পানিতে ভিসা লাগানোর পরামর্শ দেয়া হচ্ছে। সাধারণ ক্ষমার মেয়াদ আগামী মাসের ১ তারিখ শেষ হচ্ছে।

দেশটিতে বৈধভাবে বসবাস করার মাধ্যমে দেশের ইমেজকে বিশ্বে মাঝে তুলে ধরতে সকলের প্রতি আহ্বানও জানান রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান। পরে দেশ জাতি ও মুসলিম বিশ্বের শান্তি কামনায় মোনাজাত করা হয়।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]