সৌদিতে সড়ক দুর্ঘটনায় ফের বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক সৌদি আরব
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ১৩ নভেম্বর ২০১৮

মরুময় দেশ সৌদিতে প্রতিদিনই সড়ক দুর্ঘটনাসহ নানা ধরনের অপঘাতে কারও না কারও মৃত্যু হচ্ছে। নতুন করে এই তালিকায় যুক্ত হলেন তরুণ শেখ আব্দুল মান্নান। ৯ নভেম্বর রাত ৮টার দিকে সৌদির আরার শহরে সড়ক দুর্ঘটনায় নিহত হন।

জানা গেছে, ভাইয়ের সঙ্গে দেখা করে বাসায় ফেরার পথে গাড়ির চাপায় নিহত হন তিনি। বাসায় ফেরার সময় গাড়ির ইঞ্জিন গরম হয়ে গেলে রাস্তার পার্শ্বে ইমারজেন্সি দাঁড় করিয়ে পানি আনতে যান মান্নান। এ সময় পেছন দিক থেকে আসা একটি গাড়ি চাপা দেয় তাকে। ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহতের মরদেহ মোছাদিয়া সেন্ট্রাল হাসপাতালের মর্গে রাখা আছে। আব্দুল মান্নানের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামে। বাবার নাম শেখ ফজলুল হক।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]