কাতারে জাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আনোয়ার হোসেন মামুন
আনোয়ার হোসেন মামুন আনোয়ার হোসেন মামুন , কাতার প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ০৩ নভেম্বর ২০১৮

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে জাসদ কাতার শাখা।

স্থানীয় সময় শুক্রবার রাতে কাতারের রাজধানী দোহা নাজমা সুন্দরবন রেস্টুরেন্টে এই প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিক-ই চৌধুরী পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ইসমাইল মিয়া, বিশেষ অতিথি ছিলেন কাতার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নুর আহমেদ বাবুল।

সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি মুনছুর আলম, সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন রাজু, সাংবাদিক আকবর হোসেন বাচ্চু, সাংবাদিক আনোয়ার হোসেন মামুন, সাংবাদিক আমিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা, মুক্তিযুদ্ধের দিকনির্দেশনার ভিত্তিতে দেশ গঠনের সংগ্রাম বেগবান করতে ১৯৭২ সালের ৩১ অক্টোবর জাসদ গঠন কর হয়, বাংলাদেশকে উন্নয়ন সমৃদ্ধির পথে এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের সংগঠন আওয়ামী লীগের সঙ্গে থাকবে জাসদ।

জেএইচ/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]