মালয়েশিয়া দূতাবাসের কন্স্যুলার সেবা পরিদর্শনে নজিবুর রহমান

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি মালয়েশিয়া
প্রকাশিত: ১২:৪২ পিএম, ১৮ অক্টোবর ২০১৮

মালয়েশিয়ার দূতাবাসের কন্স্যুলার সেবা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মো. নজিবুর রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় মালয়েশিয়ার আম্পাং জালান বেছার দূতাবাসের পাসপোর্ট শাখা পরিদর্শন করেন তিনি।

এ সময় রাষ্ট্রদূত শহীদুল ইসলাম, পাসপোর্ট ও ভিসা শাখার উইং প্রধান মো. মশিউর রহমান তালুকদার, পাসপোর্ট বিভাগের এ ডিশনাল প্রজেক্ট ডাইরেক্টর মো. জুলফিকির আলী, প্রথম সচিব (বাণিজ্য) মো. রাজিবুল আহসান তার সঙ্গে ছিলেন। পরিদর্শনের সময় সচিব তার নিজ হাতে প্রবাসীদের হাতে পাসপোর্ট তুলে দেন এবং তাদের সঙ্গে কথা বলেন।

প্রবাসীকর্মীদের উদ্দেশে নজিবুর রহমান বলেন, ডিজিটাল পাসপোর্ট তৈরি এবং নবায়ন থেকে শুরু করে সব সেবাই আপনারা পাবেন। হাইকমিশনের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী আপনাদেরকে সেবা দিতে প্রস্তুত রয়েছেন।

jagonews

এক প্রশ্নের জবাবে মালয়েশিয়ার রাষ্ট্রদূত শহীদুল ইসলাম বলেন, আমাদের মিশন শ্রমিকবান্ধব হওয়ায় দূতাবাস ছাড়াও দেশটির প্রত্যেকটি প্রদেশে গত এক বছর ধরে সেবা দিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় প্রতি মাসে শনিবার থেকে রোববার মালয়েশিয়ার জহুর বারু, পেনাং, মালাক্কা, ক্লাং এ কন্স্যুলার সেবা দেয়া হচ্ছে।

রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের সেবাদানে দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাতে কোনো প্রবাসী দূতাবাসে এসে হয়রানির শিকার না হয় এবং দ্রুত সময়ে তাদের কাজ সম্পন্ন করতে পারেন।

এদিকে কন্স্যুলার সেবা নিতে শত শত প্রবাসীদের ভীড় দেখা যায়। সবার কাছে পাসপোর্ট পৌঁছাতে দূতাবাসের পাসপোর্ট ও ভিসা শাখার কর্মকর্তারা কাজ করছেন। এ ছাড়া প্রবাসীদের আবেদন জমা দেয়া এবং ডিজিটাল পাসপোর্টের কিভাবে আবেদন করতে হয় তার জন্য তথ্য সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। যেখান থেকে প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা দ্রুত সময়ে সমাধান করতে পারছেন।

jagonews

কন্স্যুলার সেবা পরিদর্শন শেষে বেলা সাড়ে ১১টায় কুয়ালালামপুর জালান সুলতান ইয়াহিয়া পেট্রা দূতাবাসের মূল কন্স্যুলার অফিসে রাষ্ট্রদূত শহীদুল ইসলামের সভাপতিত্বে বৈঠক করেন মুখ্য সচিব।

বৈঠকে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হাইকমিশনার ওয়াহিদা আহমেদ, শ্রম কাউন্সিলর ও অতিরিক্ত সচিব মো. সায়েদুল ইসলাম, প্রতিরক্ষা বিভাগের উইং প্রদান এয়ার কমডোর মো. হুমায়ূন কবির, মিনিস্টার (পলিটিক্যাল) মো. রইছ হাসান সরোয়ার, প্রথম সচিব শ্রম মো. হেদায়েতুল ইসলাম মন্ডল, প্রথম সচিব (বাণিজ্যিক) মো. রাজিবুল আহসান, প্রথম সচিব (কন্স্যুালার) মো. মাসুদ হোসেইন, প্রথম সচিব (রাজনৈতিক) তাহমিনা ইয়াছমিন, দ্বিতীয় সচিব (শ্রম) মো. ফরিদ আহমদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তারা কন্স্যুলার সেবা ঘুরে দেখেন।

আরএস/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]