লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ইউরোপ আ.লীগের সাক্ষাত

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৫ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগদানের সময় যাত্রা বিরতিতে লন্ডনে ইউরোপ আ.লীগের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ২২ সেপ্টেম্বর হোটেল ক্লারিজে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতারা এ সাক্ষাত করেন।

এ সময় আগামী নির্বাচনে প্রবাসী আওয়ামী লীগের করণীয় বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদান করেন। সাক্ষাৎকালে বিভিন্ন দেশের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া আওয়ামী লীগে বিভিন্ন দেশের বিশৃঙ্খলার কথা তিনি জানেন বলে উল্লেখ করেন। আগামী জাতীয় নির্বাচনের পর সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নতুন কমিটি করে দেবেন বলে সবাইকে ধৈর্য ধরতে বলেন। উল্লেখ্য সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশ গুপ্ত ও সাধারণ সম্পাদক এম এ গনি অনুপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন- সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন, এম নজরুল ইসলাম, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির সেলিম, সহ-সভাপতি এম এ কাশেম, মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, মোহাম্মদ আতিকুজ্জামান, অধ্যাপক অপু, ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল উপস্থিত ছিলেন।

এছাড়া আসমা জাকির সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি শহিদুল হক, সাধারণ সম্পাদক চৌধুরী জাহাঙ্গীর, সহ-সভাপতি আব্দুস সালাম, সাবেক সভাপতি বজলুর রশিদ বুলু, হুমায়ন মাকসুদ হিমু, আখতারুজ্জামান হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন, পর্তুগাল আওয়ামী লীগ সাবেক সভাপতি রফিক উল্লাহ, সহ-সভাপতি মহসিন উদ্দিন ভূঁইয়া, ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক হাসনাত মিয়া, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ড, বিদ্যুৎ বড়ুয়া, স্পেন আওয়ামী লীগ সভাপতি আক্তার হোসেন আতা, সহ-সভাপতি বোরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]