প্রথম বাংলাদেশি দক্ষিণ এশীয় ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৮

অ্যাটর্নি মঈন চৌধুরী ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ডেমোক্রেটিক পার্টির কুইন্স কাউন্টি কনভেনশনে প্রত্যক্ষ ভোটে তিনি এই পদে পুনর্নির্বাচিত হন।

২০১৬ সালে তিনি প্রথম এই পদে নির্বাচিত হন। দুর্ঘটনা মামলা ও অভিবাসন বিষয়ে অভিজ্ঞ অ্যাটর্নি মঈন চৌধুরী প্রথম বাংলাদেশি ও দক্ষিণ এশীয়-আমেরিকান, যিনি ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুনর্নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে মঈন চৌধুরী বর্তমান ট্রাম্প শাসনামলের এই সময়ে তার ওপর ডেমোক্রেটিক পার্টির গুরুদায়িত্ব অর্পণ করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন কংগ্রেসনাল আসনে ডেমোক্র্যাট প্রার্থীদের জয়ী করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]