মালয়েশিয়ায় এক বাংলাদেশির ৬ বছরের কারাদণ্ড

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৫ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৮

মালয়েশিয়ার জহরবারুতে মো. মহিউদ্দিন মামুন (৪০) নামে এক বাংলাদেশিকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সেইসঙ্গে ৩০ হাজার রিঙ্গিত (৬ লাখ টাকা) জরিমানা করা হয়েছে তাকে।

আদালত সূত্রে জানা গেছে, ১৪টি পাসপোর্ট এবং টুরিস্ট ভিসার অপব্যবহারের অভিযোগে সোমবার (১৭ সেপ্টেম্বর) এ রায় দেন বিচারক জাহিদাহ মোহাম্মদ ইউসুফ।

পাসপোর্ট অ্যাক্ট-১৯৬৬ এর ১২ (১) (চ) সেকশনের অধীনে অন্য ব্যক্তিদের ১৪টি পাসপোর্ট রাখার দায়ে ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯ (খ) এর অধীনে একজন ভিজিটর পাসের অপব্যবহারে, ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/১৯৬৩ এর ধারা ৫৬ (১ এ) (এ) মোতাবেক তাকে এই জেল-জরিমানা করা হয়েছে।

২৭ আগস্ট রাত ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জালান ওয়ং আহ ফুক, জহরবারুতে ভাড়াটে বাড়ি থেকে মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়।

জেডএ/বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]