কাতার প্রবাসীদের পাসপোর্ট সেবা মিলবে মাসের প্রথম শনিবার

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮

কাতারস্থ প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সেবার মান বৃদ্ধি করণে দূতাবাস বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বিজ্ঞপ্তিতে জানা গেছে, প্রতি মাসের প্রথম শনিবার ছুটির দিন দোহাস্থ বাংলাদেশ দূতাবাসে স্থানীয় সময় সকাল ৮টা ৩০ থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সেবা প্রদান করা হবে। এ সময়ে শুধুমাত্র পাসপোর্ট-সংক্রান্ত আবেদন গ্রহণ করা হবে।

quatar

বিজ্ঞাপন

উল্লেখ্য, উল্লিখিত সময়ে পাসপোর্ট ডেলিভারি ও আবেদন গ্রহণ করা হবে। এ কার্যক্রম আগামী ০৬ অক্টোবর ২০১৮ থেকে শুরু হবে বলে দূতাবাস জানায়।

এমআরএম/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com