রিয়াদ স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শোক দিবস পালন

আব্দুল হালিম নিহন
আব্দুল হালিম নিহন আব্দুল হালিম নিহন , সৌদি আরব প্রতিনিধি সৌদি আরব
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ১৫ আগস্ট ২০১৮

সৌদি আরবে রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জাতীয় শোক দিবস পালন করেছে। স্কুলের বিওডি চেয়ারম্যান মোস্তাক আহমেদের সভাপতিত্বে শিক্ষক খাদেমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর সারোওয়ার আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিওডি সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, বিওডি সদস্য রফিকুল ইসলাম, শফিকুল সিরাজুল হক, স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আবজাল হোসেন প্রমুখ।

jagonews

এ দিবস উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। আলোচনা পর্বের শুরুতে শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে এদিন উপলক্ষে স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করেন প্রধান অতিথি সৌদি আরবে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর সারোওয়ার আলম।

jagonews

শোক দিবসকে ঘিরে আগত অতিথিরা প্রবাসী শিক্ষার্থীদের উদ্দেশ্য তুলে ধরেন বঙ্গবন্ধুর জীবনী। অন্যদিকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রিয়াদ বাংলা স্কুলের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এমআরএম/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]