যুক্তরাষ্ট্রে ফোবানা বৃত্তি পেলেন ১১ প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৯:০১ পিএম, ০৮ আগস্ট ২০১৮

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা’ (ফোবানা) ১১ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে।

সম্প্রতি দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে অনুষ্ঠিত ফোবানা সম্মেলন থেকে বৃত্তি পাওয়া এ শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়।

বৃত্তিপ্রাপ্তরা হলেন- রকডেল কাউন্টি হাই স্কুলের নাজিফা হোসেইন, মেডো ক্রিক হাই স্কুলের তাসনিম খন্দকার, নর্থ গুইনেট হাই স্কুলের পালভী তালুকদার, সেন্ট্রাল গুইনেট হাই স্কুলের সুরাইয়া মহিদুল, কলিন্স হিল হাই স্কুলের আস্কার ইবনে আউয়াল, ডিসকভারি হাই স্কুলের সৈয়দ সামিন, গুইনেট হাই স্কুলের কানিশা আহমেদ, লেকসাইড হাই স্কুলের তানিয়া আনোয়ার, ট্রিনিটি প্রিপ অব লগানভিলের নাভাজ হোসেইন ও পার্কভিউ হাই স্কুলের তাসমিয়া রাজিয়া, ব্রুক উড হাই স্কুলের ফাহিম দিশা।

বৃত্তি প্রদান কমিটির সদস্যরা অন্য হলেন- সাবিনা চৌধুরী, ফারজানা উদ্দিন ও মাহবুবা সুলতানা।

ফোবানা নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান রেহান রেজা জানান, গতবছর হাই স্কুল পাশ বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের জিপিএ স্কোরের ভিত্তিতে এ বৃত্তি দেওয়া হয়েছে। এককালীন ১ হাজার ডলার করে এ বৃত্তির চেক চলতি সপ্তাহের শুরুতে নিজ নিজ ঠিকানায় ডাকযোগে পাঠানো হয়েছে।

এমআরএম/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]