সৌদি জার্মান হাসপাতাল আসির শাখায় বিদায় সংবর্ধনা

ক ম জামাল উদ্দীন ক ম জামাল উদ্দীন , সৌদি আরব
প্রকাশিত: ০৪:৫৭ এএম, ২৮ জুলাই ২০১৮

 

সৌদি জার্মান হাসপাতাল-আসির বাঙালি কমিউনিটির উদ্যোগে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। ২৭ জুলাই মো. কোরবান আলী ও মো. শাহজাহানকে এ সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে মো. আব্দুল মালিক কোরাআন তেলোয়াত করেন। মো. নুরুল আলম মাস্টারের সভাপতিত্বে ও মো. মনসুরের সঞ্চালনায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাঙালি কমিউনিটি ব্যক্তিত্ব ও হাসপাতালের সাপোর্ট সার্ভিসেস ম্যানেজার আবুবকর কামাল।

jagonews24

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুবকর সিদ্দিক, মো. আব্দুল হান্নান ও মো. আব্দুল ওয়াহেদ। বক্তব্য রাখেন বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে পর্যায়ক্রমে এস এম জাহাঙ্গীর আলম, মো. নুরুন্নবী, মো. জাফর আহমেদ ও আব্দুর রহমান প্রমুখ।

মো. জয়নাল ও মো. আহমেদ সংবর্ধিত অতিথিদের হাতে পুষ্পস্তবক অর্পণ করেন। মো. মনসুর কবিগুরু রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তির মাধ্যমে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করেন।

jagonews24

সভায় বক্তারা বিদায়ী সহকর্মীদের সুন্দর, সুখী ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা ও বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বিদায়ী সংবর্ধিত অতিথিদের সুখে, দুঃখে অবদানের কথা স্মরণ করেন এবং দু’জনকেই ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানের সভাপতি মাওলানা রিয়াজ দোয়া মাহফিল পরিচালনা করেন।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]