মদিনায় সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, আহত ৯

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ২৮ জুন ২০১৮

মদিনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৯ জন। যারা ওমরাহ করতে সৌদি আরবে গিয়েছিলেন। মঙ্গলবার প্রবাসী বাংলাদেশিরা দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে।

নিহতরা হলেন- রাজধানীর মিরপুরের পুরাতন কচুক্ষেতের জুলহাস (৫০), মোহাম্মদপুরের রাশেদ (৬৫), গোপালগঞ্জের আবুল বাশার (৬০) এবং গাইবান্ধার রাসেদুল ইসলাম বাবু (৫৫)।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের হজ কাউন্সিউলর মাকসুদুর রহমান জানান, ‘আমরা দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।

প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওমরাহ শেষে মদিনা থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনায় মারা যান জুলহাস, রাশেদ ও বাশার।

এ দুর্ঘটনায় ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার এস এম আবুল খায়ের (৪১), মোহাম্মদপুরের তারিফ ইরতিজা (১২), মোমতাহিন ইসলাম (১৮) ও মোসতারা আক্তার (৪৩), ঢাকার নবাবগঞ্জ উপজেলার নাজমুল (৩৯) এবং মানিকগঞ্জের শফিউল আলম (৩৬) আহত হন।

jagonews24

সৌদি প্রবাসীরা জানায়, জেদ্দা এয়ারপোর্টে যাওয়ার জন্য রওনা হয়ে মদিনা থেকে দুইশ কিলোমিটার পথ অতিক্রম করার পর তাদের মাইক্রোবাসের চাকা ফেটে যায়। ফলে গাড়ি দুর্ঘটনায় পড়ে এবং ঘটনাস্থলেই তিনজন মারা যান।

ওমরাহ হজ পালন শেষে গত মঙ্গলবার বিকেল ৪টা ৩৫ মিনিটা সৌদি এয়ারলাইন্স করে দেশে যাওয়ার কথা ছিল তাদের।

আহতদের সবাইকে মদিনার কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এমআরএম/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]