কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসে ইফতার

মনিকা সাহা
মনিকা সাহা মনিকা সাহা , কলকাতা প্রতিনিধি কলকাতা
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১৩ জুন ২০১৮

কলকাতায় ইফতার মাহফিলের আয়োজন করেছে কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাস। মঙ্গলবার (১২ জুন) সন্ধ্যায় কলকাতার পার্কসার্কাস এলাকার ৯ নম্বর বঙ্গবন্ধু সরণির ঐতিহাসিক ভবনের তিন তলার সভাকক্ষে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

West Bengal

ইফতার মাহফিল শুরুতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত করেন বাংলাদেশ উপ-দূতাবাসের ইমাম আবুল হাশিম। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ক্রেতা-সুরক্ষা বিষয়কমন্ত্রী সাধণ পান্ডে। এছাড়া ব্রিটেন, ভুটান, থাইল্যান্ড, জার্মানি ও ইটালির কনস্যুলার জেনারেল, শিক্ষাবিদ ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. পবিত্র সরকার, কবি পঙ্কজ সাহা, দেজ প্রকাশনীর কর্ণধার সুধাংশু দে, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের উপ-রাষ্ট্রদূত তৌফিক হাসানসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

West Bengal

প্রতি বছর পবিত্র রমজান মাসে কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাস ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়।

এসআর/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]