সিডনিতে রিহ্যাব 'আবাসন মেলা' সম্পন্ন

মো. আবুল কালাম আজাদ
মো. আবুল কালাম আজাদ মো. আবুল কালাম আজাদ , অস্ট্রেলিয়া প্রতিনিধি অস্ট্রেলিয়া
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ০৯ মে ২০১৮

সিডনিতে রিহ্যাব 'আবাসন মেলা' শেষ হয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত সিডনির ক্যাম্পসি অরিয়ন ফাংশন সেন্টারে তিনদিনের রিহ্যাব অনুষ্ঠিত হয়। ৫ মে স্থানীয় সময় বেলা ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।

মেলাটিতে দর্শকদের জন্য বিশেষ র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বারবি কিউ এর ব্যবস্থা ছিল। মেলা উপলক্ষে সর্বোচ্চ ৮০ শতাংশ মূল্যছাড় দেয়া হয় ও হাউস বিল্ডিং ফিন্যান্স লোনের ব্যবস্থা করা হয়।

মেলায় আমিন মোহাম্মদ, রুপায়ন সিটি উত্তরা, ইউএস বাংলা এসেস্টস, সূর্বনো ভূমি হাউসিংসহ বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানের ৩৫টি স্টল ছিল। অংশগ্রহণকারীরা শুধু তাদের অনুমোদিত প্রকল্পগুলোই মেলায় প্রদর্শন করেছেন। মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল।

jagonews24

এমআরএম/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]