সিডনিতে ৩ দিনব্যাপী আবাসন মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ০৫ মে ২০১৮

অস্ট্রেলিয়ার সিডনিতে দ্বিতীয় বারের মতো শুরু হয়েছে রিহ্যাব হাউসিং ফেয়ার সিডনি ২০১৮। শনিবার সিডনিতে অবস্থিত ওরিয়ন সেন্টারে এই হাউসিং ফেয়ারের উদ্বোধন করেন রিহ্যাব-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী।

‘প্রবাসে উপার্জন স্বদেশে আবাসন’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে শুরু হওয়া ৩ দিনব্যাপী এই হাউসিং মেলা চলবে ৭ মে পর্যন্ত। এবারের ফেয়ারে ৩৩টি স্টল রয়েছে। ফেয়ারে গাড়ি পার্কিং এবং এন্ট্রি থাকছে সম্পূর্ণ ফ্রি। দর্শনার্থীদের জন্য প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব হাউসিং ফেয়ার শুরু হয়। আর ২০০৪ সাল থেকে বিদেশে হাউসিং ফেয়ার আয়োজন করে আসছে রিহ্যাব।

উদ্বোধনী অনুষ্ঠানে অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশ হাই-কমিশনের কমার্শিয়াল কনসুলার মো. সুফিউর রহমান, অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল-এর প্রেসিডেন্ট আসিফ কাউনাইন, রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. শাকিল কামাল চৌধুরীসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

এসআই/এমআরএম/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]