সাংবাদিকের ওপর হামলায় স্পেন বাংলা প্রেস ক্লাবের প্রতিবাদ
দায়িত্বরত অবস্থায় সাংবাদিক আরমান কায়সার ও ক্যামেরাপারসন মানিকের ওপর পুলিশি হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেছে স্পেন বাংলা প্রেস ক্লাব। ২৭ এপ্রিল সন্ধ্যা ৭টায় বার্সেলোনার মিউনিসিপাল অফিসের হল রুমে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
স্পেনে গণমাধ্যমকর্মীদের প্রতিনিধিত্বশীল সংগঠন স্পেন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় স্থানীয় সাংবাদিক ও কমিউনিটির বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মিরন নাজমুল, প্রচার সম্পাদক লায়েবুর রহমান। সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদ জানিয়ে কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য দেন লুৎফুর রহমান সুমন, মনোয়ার পাশা, খালেদুর রহমান, হারুন রশীদ, মো. সালাহ উদ্দিন, জাফার হোসাইন, এ আর লিটু, ফয়সাল হোসেন, রাসেল আহমদ।
২৩ এপ্রিল ঢাকায় বাংলা টিভির রিপোর্টার আরমান কায়সার ও ক্যামেরাপারসন মানিকের ওপর পুলিশের চড়াও হওয়া ও তাদের লাঞ্ছিত করার ঘটনার তীব্র প্রতিবাদ জানান। অনতিবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এছাড়া অতীতে যত সাংবাদিক হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন, সেসব ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান বক্তারা।
বক্তারা বলেন, সাংবাদিকরা এই মহান পেশার মাধ্যমে জনগণের কাছে সংবাদ পৌঁছে দেয়ার জন্য জীবন বাজি রেখে কাজ করে। তাদের এই দায়িত্বশীল কাজে ব্যাঘাত না ঘটিয়ে তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।
প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন- ওয়াজিজুর রহমান মুজিব, লিমন আহমদ বিজয়, শাহরিয়া হোসেন জয়, সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল কিবরিয়া, জামিল আহমেদ সুমন, আহমেদ সাঈদ প্রমুখ।
এমআরএম/আরআইপি