জেদ্দায় বাংলাদেশি সবজি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ এএম, ০৭ এপ্রিল ২০১৮

সৌদি আরবের জেদ্দায় আজিজুল তালুকদার (৪০) নামে বাংলাদেশি এক সবজি দোকানদারকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালে আবহা খামিস মোরশেদ জেলার সারা তাবিদা এলাকায় এক সৌদি নাগরিক তাকে হত্যা করে।

নিহত ব্যক্তি নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়মের গাজিপুরা গ্রামের রমজান আলির ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে বাংলাদেশে থাকেন।

জানা গেছে, নিহত আজিজুল তালুকদার ও তার ছোট ভাই মাসুদ তালুকদার একসঙ্গে সবজি দোকান চালাতেন। সকাল ১০টার দিকে এক সৌদি নাগরিক দোকানে এসে টাকা না দিয়ে কিছু সবজি ও ফল নিয়ে যেতে চায়। এতে বাধা দিলে ওই ব্যক্তি ক্ষেপে যায় এবং পরে বাসা থেকে পিস্তল নিয়ে এসে পরপর পাঁচটা গুলি করে। এ সময় ঘটনাস্থলেই আজিজুলের মৃত্যু হয়।

পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ওই সৌদি নাগরিককে আটক করেছে। নিহতের মরদেহ দেশটি সারাতাবিদা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে লাশ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।

ওআর/এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]