পর্তুগালে বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০১:৫৮ এএম, ০২ এপ্রিল ২০১৮

 

পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পর্তুগাল শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ স্থানীয় সময় রাত ৮টায় লিসবনের এশিয়া রেস্টুরেন্টে এ দিবসের আলোচনা আয়োজিত হয়।

পর্তুগাল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, নজরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ইউছুফ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে পর্তুগালে বসবাসরত নেতা-কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শুরুতে কোরআন তেলোয়াত করা হয়।

jagonews24

স্বাধীনতা দিবসের আলোচনায় মহান মুক্তিযুদ্ধে নিহত সব শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা বলেন, মহান স্বাধীনতার এই দিবস আমাদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

সভায় বক্তব্য রাখেন- সেভ বাংলাদেশ পর্তুগালের আহ্বায়ক সোলেমান মিয়া, পর্তুগাল বিএনপির সিনিয়র সহ-সভাপতি, জাহির আলী, ইসলামী ফোরাম পর্তুগালের সাধারণ সম্পাদক জুবায়ের মিয়া, পর্তুগাল বিএনপির সহ-সাধারণ সম্পাদক মনজুরুল হোসেন জিন্নাহ, মুকিতুর রহমান চৌধুরী সেলিম, সেভ বাংলাদেশের যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পর্তুগাল বিএনপির সহ-সাধারণ সম্পাদক শেখ খালেদ হোসেন মিনহাজ, সাংগঠনিক সম্পাদক লিটন কাদেরি, প্রচার সম্পাদক আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ, মো. সাহাব উদ্দিন প্রমুখ।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]