সন্দ্বীপের উন্নয়নে কাতারে মতবিনিময় সভা

আনোয়ার হোসেন মামুন
আনোয়ার হোসেন মামুন আনোয়ার হোসেন মামুন , কাতার প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৮ পিএম, ৩০ মার্চ ২০১৮

কাতার আল শামাল সিটিতে কর্মরত প্রবাসী সন্দ্বীপ প্রবাসীদের মাঝে পারস্পরিক যোগাযোগ সহযোগিতার মাধ্যমে নতুন সম্ভাবনার ক্ষেত্র তৈরি করার প্রত্যয় ও চট্টগ্রাম সন্দ্বীপের বিভিন্ন উন্নয়নে প্রবাসীদের করণীয় নিয়ে মতবিনিময় সভা করেছে কাতার আল শামাল সিটি প্রবাসী সন্দ্বীপ প্রবাসী।

স্থানীয় সময় ২৯ মার্চ রাতে কাতারের আল শামাল সিটির সন্দ্বীপ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রফিকুল ইসলাম হেলাল-এর সভাপতিত্বে ও আনোয়ার হোসেন মামুনের পরিচালনায় এ সভা আয়োজিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন আব্দুর রহমান রুহি।

jagonews24

সভায় বক্তব্য রাখেন- শামসুল আলম নোয়াব, নুরুল মোস্তফা খোকন, মাওলানা কেফায়ত উল্লাহ, জাহাঙ্গীর আলম, সেলিম রেজা, আতিকুল মাওলা মিঠু, মোস্তফা কামাল, আকতার হোসেন, শাহাদাৎ হোসেন, প্রণয় নন্দী প্রমুখ।

সভায় বক্তারা, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী সন্দ্বীপের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে বিপুলসংখ্যক কাতার আল শামাল সিটিতে কর্মরত প্রবাসী সন্দ্বীপ প্রবাসী উপস্থিত ছিলেন।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]