স্বাধীনতা দিবসে ইতালিতে আ.লীগের আলোচনা সভা

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি ইতালি
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২৮ মার্চ ২০১৮

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইতালি আওয়ামী লীগের উদ্যোগে ২৭ মার্চ সন্ধ্যায় বাঙালি কমিউনিটির অধ্যুসিত এলাকা তরপিনাত্তারাস্ত সুন্দরবন রেস্টুরেন্টের হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমেদ ঢালির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ-সভাপতি কে এম লোকমান হোসেন, বিশেষ অতিথি সর্ব ইউরোপ আওয়ামী লীগের মহিলা সম্পাদক হোসনে আরা বেগম।

media

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রব ফকির, আইয়ুবুর রহমান খান প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক আফ্তাব বেপারী, আতিয়ার রসুল কিটন, শোয়েব দেওয়ান, আবু তাহের, দীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক, জামান মুক্তার, মহিলা সম্পাদিকা তুহিনা সুলতানা মলি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালি শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদ, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, স্বেচ্ছাসেবক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

বক্তারা বলেন, একাত্তরের এইদিনে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের মানুষ, দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়ছিল। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সব মুক্তি যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে আরও গৌরবান্বিত করতে সব আওয়ামী নেতা কর্মীদের উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

media

এ সময় আরও উপস্থিত ছিলেন- ইতালি আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালি শাখা, মহিলা আওয়ামী লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ইতালি, রোম মহানগর আওয়ামী লীগ, রোমা নর্দ আওয়ামী লীগ, তুসকোলানা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ ইতালী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদসহ আওয়ামী সব অঙ্গ-সংগঠনের নেতারা।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]