ফোবানা সম্মেলন ২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ২৪ মার্চ ২০১৮

উত্তর আমেরিকায় বেড়ে ওঠা বাংলাদেশি শিশু ও তরুণ-তরুণীদের বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানাতে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন আগামী ২৭ থেকে ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত হবে।

‘ফোবানা-২০১৮, আটলান্টা’ উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সম্মেলনের আহ্বায়ক জসিম উদ্দিন। এ সময় ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

ফোবানার নির্বাহী কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে এবারে সফল ও সুন্দর সম্মেলন করার প্রত্যাশা রয়েছে।

সম্মেলনে এবারের স্লোগান- ‘আওয়ার চিলড্রেন লিডার্স অব দ্য ফিউচার- আমাদের সন্তান, আগামীর নেতৃত্ব’। জর্জিয়া ওয়ার্ল্ড কংগ্রেস সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

জসিম উদ্দিন সম্মেলনের বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, ‘প্রতি বছরই এই সম্মেলনটি হয়। এবার তিন দিনের সম্মেলন হবে। এ সম্মেলন আয়োজনে আমাদের প্রধান লক্ষ্য থাকে প্রবাসের মাটিতে আমাদের সংস্কৃতিকে বিকশিত করা। আমাদের কালচারাল প্রোগ্রামগুলো তিনদিন ধরেই থাকে। কালচারাল প্রোগ্রামে বিভিন্ন শহর থেকে তরুণ-তরুণীরা আসেন।

ফোবানা সম্মেলনে সেমিনার ও সিস্পোজিয়াম থাকবে জানিয়ে আহ্বায়ক বলেন, ‘বর্তমান বিশ্বে সন্ত্রাসবাদ একটি বড় ইস্যু। এর ওপর আমাদের সেমিনার হবে। সেখানকার স্থানীয়রাও যুক্ত হবে। আটলান্টার এফবিআই প্রধানও আসবেন।’

এছাড়া ‘স্পিকিং সেশন আছে, আমাদের স্পিকাররা আসবেন’ উল্লেখ করে জসিম উদ্দিন বলেন, ‘নেতৃত্বের বিষয়েও প্রোগ্রাম আছে। এর উদ্দেশ্য- আমরা সেখানে কীভাবে মূল ধারার রাজনীতিতে সম্পৃক্ত হতে পারি! তরুণদের মধ্যে বিশেষ করে যারা গ্রাজুয়েশন করেছে তাদের জন্য।’

তিনি বলেন, ‘তরুণদের মধ্যে যারা হাইস্কুল পাস করবে, নির্ধারিত জিপিএ পাওয়া শিক্ষার্থীরা স্কলারশিপ পাবে। নর্থ আমেরিকাতে অনেকে আছেন যারা ১৮ ঘণ্টা কাজ করে ছেলে-মেয়েদের পড়িয়ে ডাক্তার বানাচ্ছেন। আমরা তাদের স্বীকৃতি দেয়ার চেষ্টা করছি।’

‘সম্মেলনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিজনেস সেমিনার। এ সেমিনারের মাধ্যমে এখান থেকে অনেক ব্যবসায়ীরাও আসবেন। আমরা ওখানকার মূল ধারার ব্যবসায়ীদের আনবো। তারা ডায়ালগ করবেন, একে অপরের সঙ্গে যোগাযোগ করবেন।’

সম্মেলনের আহ্বায়ক আরও বলেন, ‘আমাদের স্পন্সরশিপ প্রোগ্রাম আছে সেখানে। যেটা অ্যালামনাই, এটা আমরা এ বছরই শুরু করেছি। আটলান্টায় ভেন্যুটা এত বড় ও ইউনিক যে, সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে বুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ক্যাডেট কলেজ তাদের ভেন্যু দিচ্ছি, মিটিং রুম দিচ্ছি। তারা এসে অ্যালামনাইয়ের যে কোনো প্রোগ্রাম ও গেট টুগেদার করতে পারবেন।’

সম্মেলনে ‘ইভনিং ফর এভার’ নামে একটি প্রোগ্রাম হবে জানিয়ে জসিম উদ্দিন বলেন, ‘আটলান্টায় ৩৫ হাজার পিতা-মাতা আছেন। এছাড়া ২০০ থেকে ৩০০ বিবাহযোগ্য ছেলে-মেয়ে রয়েছে। তারা নিজেদের বন্ধুদের মাধ্যমে বড় হওয়ায়, যখন আমরা বলি ওই ছেলের সঙ্গে তোমার বিয়ে দেব। তারা বলে সে আমার ফ্রেন্ড তার সঙ্গে কেন আমার বিয়ে দিবা। তারা ওই কালচালে বড় হচ্ছে।’

‘আমরা হল রুমের মধ্যে ইভনিং ফর এভার প্রোগ্রাম করব। সেখানে বিভিন্ন স্টেট থেকে অংশ নিতে পিতা-মাতা ও ছেলে-মেয়েরা রেজিস্ট্রেশন করছে। আমরা কাউকে কোনো বিয়ে দিচ্ছি না। আমরা যোগাযোগ ঘটাচ্ছি। তারা ই-মেইল, ফোন নম্বর দেবেন, কথা বলবেন। তারাই সিদ্ধান্ত নেবেন, তারা কি করবেন।’

তিনি বলেন, ‘আমার মেয়ে যদি বড় হয় আমি চাইব যাতে বাংলাদেশি একটা ছেলের সঙ্গে তার বিয়ে হয়। সুতরাং আমরা চেষ্টা করছি।’

সংবাদ সম্মেলনে ফোবানার সেক্রেটারি শাহ হালিম, সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব নাহিদুল খান সাহেল, সম্মেলন আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক এম মাওলা ডিলু, ফোবানার নির্বাহী কমিটির সদস্য রবিউল করিম বেলাল, সম্মেলন আয়োজক কমিটির সভাপতি ডিউক খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএমএম/এমআরএম/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]