যুক্তরাষ্ট্রস্থ দিনাজপুর জেলা সমিতির অভিষেক ৩১ মার্চ

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪১ এএম, ২২ মার্চ ২০১৮

যুক্তরাষ্ট্রস্থ দিনাজপুর জেলা সমিতির অভিষেক ও মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান আগামী ৩১ মার্চ শনিবার নিউইয়র্কের জামাইকায় অনুষ্ঠিত হবে। কার্যকরী কমিটির নব নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে নতুন কমিটিকে সংগঠন পরিচালনার চূড়ান্ত দায়িত্ব দেয়া হবে।

জামাইকার ইস্টউড স্কুল (পিএসকিউ ৯৫) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিতব্য উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিউ ইয়র্কের কমিশন অব হিউম্যান রাইটস-এর পরিচালক রাসেল রহমান। নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন দিনাজপুর জেলা সমিতির প্রধান নির্বাচন কমিশনার ড. রুহুল কুদ্দুস।

এছাড়া মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সঙ্গীত পরিবেশন করবেন অতিথি শিল্পী তনিমা হাদী।

অভিষেক ও স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান সফল করার লক্ষ্যে গত রবিবার জামাইকায় একটি প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে। আনোয়ার সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিষেক ও মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যুক্তরাষ্টের প্রবাসী সকল দিনাজপুরবাসীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সভাপতি সভাপতি আনোয়ার জেড সুবহানী, সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী ভুট্টু।

এমবিআর/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]