কলকাতায় বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী পালিত

মনিকা সাহা
মনিকা সাহা মনিকা সাহা , কলকাতা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১৭ মার্চ ২০১৮

যথাযোগ্য মর্যাদায় বিশ্বের অন্যান্য জায়গার মত ভারতের পশ্চিমবঙ্গেও আজ (শনিবার) বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে।

বাংলাদেশে এই দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবেও পালন করা হয়। তবে পশ্চিমবঙ্গে যেহেতু শুধুমাত্র বাংলাদেশের উপ-দূতাবাস বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে তাই এখানে জাতীয় শিশু দিবস পালন করা হয় না।

শনিবার দিবসের আয়োজন শুরু হয় সকালে বঙ্গবন্ধু যেখানে শিক্ষা লাভ করেছিলেন কলকাতার সেই মৌলানা আজাদ কলেজের বেকার গভর্নমেন্ট হোষ্টেলে তার আবক্ষ ভাস্কর্যে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে। এ সময় সেখানে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সেখানে দোয়া ও প্রার্থনাও করা হয়।

বাংলাদেশ উপ-দূতাবাসের আয়োজনে জাতির জনকের জন্মদিনটি পালিত হলেও ভারতে বঙ্গবন্ধুর এই আবক্ষ ভাস্কর্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও আজ শ্রদ্ধা জানিয়েছে। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স,সোনালী ব্যাংকসহ বিভিন্ন বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান।

শ্রদ্ধা জ্ঞাপন শেষে উপ-রাষ্ট্রদূত তৌফিক হাসান বলেন, আজকের দিনে আমি জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ ও শ্রদ্ধা জানাই। তিনি ছিলেন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্থপতি।

দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল আলোচনাসভা , চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। রাতে নৈশভোজের মধ্যে দিয়ে এই কর্মসূচী শেষ হবে।

মনিকা সাহা/এমএমজেড/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]