বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ডেনমার্কে আলোচনাসভা

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ১৭ মার্চ ২০১৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা করেছে ডেনমার্ক আওয়ামী লীগ। শনিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি কনফারেন্স হলে এ আলোচনাসভার আয়োজন করা হয়।

ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠুর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ইউরোপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া।

আলোচনায় বক্তারা বলেন, ব্ঙ্গবন্ধুর আত্মজীবনীই বর্তমান শিশুকিশোরদের আদর্শ হওয়া উচিত। সাধারণ ঘরে জন্ম নিয়ে ঐকান্তিক প্রচেষ্টা, সততা ও সাহসিকতার সঙ্গে ব্ঙ্গবন্ধু কীভাবে বাঙালি জাতির ত্রাণকর্তা হয়ে উঠেছিলেন সেসব শিক্ষণীয় বিষয় আমাদের বর্তমান প্রজন্মকে জানাতে হবে।

তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল ইতিহাস সৃষ্টির জন্য। বাংলাদেশ নামক ভূখণ্ডের নাম পৃথিবীর মানচিত্রে অঙ্কনের মূলনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আগামীতে একটি নিরাপদ বাংলাদেশ গঠন করতে জাতির জনকের কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সৎ ও নির্ভিক হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে ডেনমার্ক ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাট, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, মোতালেব হোসেন, হিল্লোল বড়ুয়া, মোহাম্মদ ইউসুফ, আহসান উজ্জামান, ফাহমিদ আল মাহিদ, আব্দুল আল জাহিদ, আমির জীবন, অলি হোসেন রিপন ও সায়মন উজ্জামান।

আরও উপস্থিত ছিলেন সবুজ মল্লিক, শাহীন মিয়া, মোকলেসুর রহমান, দেবাশিস বড়ুয়া, মোহাম্মদ নাজমুল, মোহাম্মদ আরাফাত, শামসুদ্দিন ইয়াকিন, সৈয়দ পাভেল, নাসির রানা, প্রত্যয় সাহা, কাজী হামিদ, রাইসুল রাহান, মোহাম্মদ শহীদ, মিজানুর রহমান, সুমন বিশ্বাস, কানাই পোদ্দার, মাইনুল হাসান, হুমায়রা আখতার জাসিয়া প্রমুখ।

বিএ/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]