মুম্বাইয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০০ পিএম, ০৭ মার্চ ২০১৮

যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশ উপ-হাইকমিশন, মুম্বাই বুধবার ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করেছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে উপ-হাইকমিশন প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়।

শুরুতেই উপ-হাইকমিশনার মো. লুৎফর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ এবং ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপস্থিত সবার জন্য বড় পর্দায় প্রদর্শিত হয়।

প্রথম সচিব ও দূতালয় প্রধান নাফিসা মনসূর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আলোচনা পর্বে উপস্থিত সবাই তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর এ ভাষণের সার্বজনীন আবেদন এবং বাঙালির সশস্ত্র স্বাধীনতা সংগ্রামে জাতির পিতার গুরুত্ব তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে উপ-হাইকমিশনার বলেন, ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ যুগে যুগে বাঙালির জাতির জাতীয় ঐক্যের মূলমন্ত্র হয়ে কাজ করবে। জাতিকে শক্তি ও সাহস যোগাবে।

এমইউএইচ/এমআরএম/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]