কুয়েতে চারদিনে তিন প্রবাসীর মৃত্যু

সাদেক রিপন
সাদেক রিপন সাদেক রিপন , কুয়েত প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ০৫ মার্চ ২০১৮

কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের মৃত্যু প্রতিনিয়ত বেড়েই চলেছে। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি সদ্য কুয়েত আসা কুমিল্লার মুরাদ নগরের বাবুল নামে এক ব্যক্তি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে ১ মার্চ খাইতান কোম্পানিতে মারা যান।

এছাড়া দেড় মাস আগে এক প্রবাসী ব্রেইন স্ট্রোকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি সিলেটের গোলাপগঞ্জ থানার বাজেশ্বরী গ্রামের বলে জানা গেছে। স্ত্রী ও দুই সন্তান নিয়ে কুয়েতে থাকতেন। ৪ মার্চ কুয়েতের ফাহাহিল এলাকায় মোহাম্মদ ইব্রাহীম নামে আরেক বাংলাদেশি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে স্থানীয় আল আদান হাসপাতালে মারা যান। নিহতের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়।

গত চারদিনে তিন বাংলাদেশিসহ চলতি বছরে ৫১ জন কুয়েত প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বেশিরভাগ মৃত্যু হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানা গেছেন।

এমআরএম/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]