প্রবাসী নিসাফকে বাঁচাতে এগিয়ে আসুন

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি মালয়েশিয়া
প্রকাশিত: ০৮:২১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

নিসাফ আহমেদ। বয়স একুশ। চুপচাপ স্বভাবের মেধাবী এ তরুণ ছয়টা লেটার মার্ক নিয়ে ‘ও’ লেভেল সম্পন্ন করেছে। সামনে তার ‘এ’ লেভেল পরীক্ষা। তিন বছর ধরে মা, ছোট ভাই মালয়েশিয়াতে বসবাস করছেন।

নিসাফের মা সামান্য চাকরি করে তাদের দুই ভাইয়ের লেখাপড়ার খরচ চালিয়ে যাচ্ছেন। ২৫ ফেব্রুয়ারি রোববার বাসার ১৮ তলার ছাদ থেকে পড়ে মারাত্মক আহত হন। পরে আশপাশের লোকজন এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

এ ঘটনায় নিসাফের মেরুদণ্ডের হাড়, স্পাইনার কর্ড ও বাম হাত ভেঙে গেছে। বর্তমানে সে কুয়ালালামপুর হাসপাতালের ৫ নং ওয়ার্ডের ২৩ নং বেডে ভর্তি রয়েছে। জরুরিভাবে অপারেশন ও ওষুধপত্রের জন্য প্রায় ২৫ হাজার রিংগিত প্রয়োজন।

দ্রুত অপারেশন না করলে নিসাফ এ পৃথিবীর আলো ছেড়ে পাড়ি দেবে অজানার গন্তব্যে। ডাক্তারের ভাষ্যমতে, আগামী দু’দিনের মধ্যেই তার অপারেশন করাতে হবে। এই সল্প সময়ে তার মায়ের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব।

মেধাবী নিসাফের সাহায্যে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন মা। ব্যাংক একাউন্ট নম্বর-

114142124115 উম্মে সালমা, মালয়েশিয়া।

+60102131247 নিসাফের মা

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]