ভাষা দিবস উপলক্ষে প্যারিসে জাপার আলোচনা সভা

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৯ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে জাতীয় পার্টি (জাপা) ফ্রান্স শাখা।

রোববার (২৫ ফেব্রুয়ারি) জাপার কেন্দ্রীয় সদস্য ও ফ্রান্স শাখার সভাপতি একে এম আলমগীরের সভাপতিত্বে প্যারিসের গার্দ নর্দের একটি হোটেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টি ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক হাবিব খান ইসমাইলের সঞ্চালনায় এতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণ করেন জাতীয় পার্টি ফ্রান্স শাখার প্রধান উপদেষ্টা ইব্রাহিম খলিল, সাবেক ছাত্রনেতা ও উপদেষ্টা হুমায়ুন কবির চৌধুরী, সহ-সভাপতি খান বাবুল ইসলাম বাহার, যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান সরকার, শাহ আলম তপন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, প্রচার সম্পাদক শাহিনুর রেজা, সদস্য খান আলম হুদা ও আরিফ আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, পল্লীবন্ধু এরশাদের শাসনামল ছিল দেশের উন্নয়নের স্বর্ণযুগ, তার মতো এত উন্নয়ন আর কোনো সরকার করেনি। বিএনপি ও আওয়ামী লীগ জনগণের মানসিকতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে হলে পল্লীবন্ধুর হাতকে শক্তিশালী করে তাকে দেশের ক্ষমতায় আনতে হবে।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]