মালয়েশিয়ায় সিলেট ডায়নামিক ফেডারেশনের একুশের আলোচনা

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫২ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

মালয়েশিয়ায় সিলেট ডায়নামিক ফেডারেশনের উদ্যোগে মাতৃভাষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুয়ালালামপুরের বাংসারে এ আলোচনা সভা আয়োজিত হয়।

ডায়নামিক ফেডারেশনের সভাপতি মো. এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেটের কৃতি সন্তান মালয়া ইউনিভার্সিটির পিএইচডি স্কলার, রিসার্চ অ্যাসিস্টেন্ট মো. নাজমুল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন- জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আহমাদুল কবির।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ডায়নামিক ফেডারেশনের উপদেষ্টা মো. আতিকুর রহমান বেলাল, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, সহ-সভাপতি, দিলওয়ার হোসেন, সহ-সভাপতি আলী আহমদ, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জাহান, সহ-সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ প্রমুখ।

jagonews24

আলোচনা সভায় ভাষা আন্দোলনে সিলেটবাসীদের ভূমিকা নিয়ে বক্তারা বলেন, সিলেটে ভাষা আন্দোলন শুরু হয় ১৯৪৮ সালের আগেই। ১৯৫২ সালের মার্চ পর্যন্ত ভাষা আন্দোলনে সিলেটের ভূমিকা ছিল সব থেকে বেশি। ঢাকার বাইরে সিলেটের জনজীবনেই ভাষা আন্দোলন’ ৫২-এর আগে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছিল।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- আবুল মনছুর চৌধুরী, অর্থ সম্পাদক ওসমান গণি, এমাদ উদ্দিন, লায়েক আহমদ, কলিম উদ্দিন, মোসাদ্দিক হুসেন, ইমরান আহমদ শিপন, রহমান, আব্দুল ওয়াদুদ, মিজানুর রাহমান (মাসুম), কর্মসংস্থান সম্পাদক আবুল কালাম, ক্রীড়া সম্পাদক তানভীর আহমদ, সহ-ক্রীড়া সম্পাদক শিবু, সাংস্কৃতিক সম্পাদক কাওছার আহমদ, ধর্ম-বিষয়ক সম্পাদক মো. আশরাফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ কে এম আব্বাস, পরিকল্পনা বিষয়ক সম্পাদক শাহ শাহিন, জুনেদ আহমদ, নুরুল হোসেন রায়হান আহমদ জুয়েল আহমদ রুহুল আমিন সুমন আহমদসহ সংগঠনের নেতারা।

আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]