যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পেয়েছেন রোজিনা

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৪:২২ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

অভিবাসন আইনে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পেয়েছেন সম্প্রতি বহিষ্কৃত আমিনুল হকের স্ত্রী রোজিনা আক্তার। নিউজার্সির এলিজাবেথ অভিবাসন আদালত নাবালক সন্তানদের অভিভাবকত্বের প্রয়োজনে আরও ৮ মাস তাকে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি দিয়েছেন।

১৪ বছর আগে রোজিনার স্বামী আমিনুল হক, স্ত্রী ও এক সন্তানসহ যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চান। এর মধ্যে তাদের আরও দুটি সন্তান হলেও আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হয়।

গত মঙ্গলবার আমিনুল হককে দেশে ফেরত পাঠানো হয়। তবে আগামী ৮ মাসের মধ্যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে উপযুক্ত কারণ উপস্থাপন করে অভিবাসন পাওয়ার যোগ্যতা উপস্থাপন করতে পারলে রোজিনাকে স্থায়ীভাবে থাকার অনুমতি দেয়া হবে।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]