কুয়েত ওসমানী স্মৃতি পরিষদের আলোচনা সভা

সাদেক রিপন
সাদেক রিপন সাদেক রিপন , কুয়েত প্রতিনিধি কুয়েত
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীর ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওসমানী স্মৃতি পরিষদ কুয়েত কেন্দ্রীয় কমিটির আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার কুয়েত সিটির গুলশান হোটেলে ওই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি হোসেন মুরাদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের পৃষ্ঠপোষক হাজী জুবায়ের।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আহমেদুর রহমান মাসুম, বীর মুক্তিযোদ্ধা মোরশেদ আলম বাদল, লুৎফুর রহমান, লুদাই, শাহ এমদাদ উল্লাহ, ঈসমাইল হোসেন, হযরত আলী মল্লিাক, মাসুদ করিম, আব্দুল মালেক প্রমুখ।

বক্তারা মুক্তিযোদ্ধে জেনারেল ওসমানীর অবদান তুলে ধরেন। পরে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা কাওসার আহমেদ।

সাদেক রিপন/এমবিআর/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]