কুয়েতে ৬ দিনে হৃদরোগে ৪ বাংলাদেশির মৃত্যু

সাদেক রিপন
সাদেক রিপন সাদেক রিপন , কুয়েত প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৫ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৮

কুয়েতে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ছয় দিনে চার বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। বর্তমানে তাদের মরদেহ কুয়েতের স্থানীয় হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে দেশে পাঠানো হবে।

এদের মধ্যে ফেনীর দাগনভূঁইয়া উপজেলার উত্তর কৈখালী গ্রামের মকবুল মিয়ার ছেলে কালা মিয়া শনিবার (২৭ জানুয়ারি) হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

একই উপজেলার ২নং আজাদপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা কালাম মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত ১০টায় খাওয়া শেষে রুমে ফেরার সময় কুয়েতের হাসাবিয়া সবজি গলিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

অপরদিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ঘোড়াদি গ্রামের সোনা মিয়ার ছেলে মাঈন উদ্দিন বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে ডিউটি থেকে বাসায় ফিরে বিকেলে ঘুমাতে গেলে ঘুমের মধ্যে স্ট্রোক করেন।

এছাড়া সিলেটের বিয়ানীবাজার উপজেলার চরখাই মান্দার গ্রামের ফখরুল ইসলামের ছেলে তুহেল আহম্মেদ একই দিন দিবাগত রাতে ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যান।

সাদেক রিপন/বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]